চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

উখিয়া সংবাদদাতা

৫ জুন, ২০২৩ | ২:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বশির আহম্মদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত বশির আহম্মদ ওই ক্যাম্পের রহমত উল্ল্যাহ’র ছেলে।

 

সোমবার (৫ জুন) ভোরে কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোরে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী বশিরকে গলায় গুলি করে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশি টহল বাড়ানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট