চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সন্দ্বীপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

সন্দ্বীপ সংবাদদাতা

৪ জুন, ২০২৩ | ১:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে দ্বীপবন্ধু স্মৃতি সংসদে ভাঙচুর ও হামলার ঘটনায় কালাপানিয়ার ইউপি চেয়ারম্যান আলীমুর রাজী টিটুর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ইউপি চেয়ারম্যানের দুই ভাইসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। কালাপানিয়া ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল কাদের বাদী হয়ে গতকাল শনিবার মামলাটি দায়ের করেন।

 

জানা গেছে, গত ২৫ মে বৃহস্পতিবার কালাপানিয়া ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের জুড়িধন পাড়া দ্বীপবন্ধু স্মৃতি সংসদের ভিতর ঢুকে কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আলীমুর রাজী টিটুর নেতৃত্বে একটি গ্রুপ আবদুল কাদের এবং তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারভেজসহ কয়েকজনের উপর হামলা করে মারধর এবং অফিস ভাংচুর করে। ঘটনার পরপরই আবদুল কাদের ও পারভেজকে উদ্ধার করে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, কালাপানিয়া ইউনিয়নের আবদুল কাদের তার ওপর হামলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট