চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজার কারাগারে বন্দির মৃত্যু

টেকনাফ সংবাদদাতা

১ জুন, ২০২৩ | ৭:৩৭ অপরাহ্ণ

কক্সবাজার জেলা কারাগারে মাদক মামলায় গ্রেপ্তার মোহাম্মদ রফিক (২৯) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

মোহাম্মদ রফিক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে।

 

কক্সবাজার জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদ রফিক স্ট্রোক করলে তাকে প্রথমে কারাগার হাসপাতালে ও পরে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

তিনি আরও বলেন, রফিক মাদক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় একবছর ধরে কারাগারে ছিলেন। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তসহ সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিকালে তার ভাই দেলোয়ার হোসেনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট