চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

মা-বাবার কাছ থেকে আলাদা হয়ে গেল ছেলে, অভিমানে মায়ের আত্মহত্যা

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

১ জুন, ২০২৩ | ৪:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় ছেলের সঙ্গে অভিমান করে ফরিদা বেগম (৫৫) নামে এক নারী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদা বেগম একই এলাকার নুরুল ইসলামের স্ত্রী।

 

স্থানীয়রা জানান, নিহতের ছেলে আব্দু শুক্কুর দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় সর্দার ও মেম্বারের উপস্থিতিতে সে মা-বাবা থেকে আলাদা হয়ে যায়। এতে মা ছেলের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘরের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে।

 

পেকুয়া থানার (উপ-পরিদর্শক) এসআই রোকনুজ্জামান বলেন, নিহতের মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই। ছেলের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।

 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট