চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে গৃহবধূ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

সীতাকুণ্ড সংবাদদাতা

২৯ মে, ২০২৩ | ৮:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ রোখসানাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যায় জড়িত ভাসুর ও জা’র সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

সোমবার (২৯ মে) বিকাল সাড়ে ৪টায় ঐ এলাকার শত শত নারী পুরুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধনে অংশ নেন।

 

এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মো. সাহাবউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন বাবুল, মোহাম্মদ নাসিম, তাঁতী লীগ নেতা এম এইচ হেলাল, রিফাত, টুটুল, নিহত রোখসানার বোনসহ আরও অনেকে।

 

বক্তারা বলেন, গত ২৪ মে দুপুরে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয় গৃহবধূ রোখসানাকে। সম্পত্তির লোভে ভাসুর ও জা’ পরিকল্পিতভাবে তাকে হত্যার পর গায়ে আগুন দিয়ে ঘটনাটিকে অগ্নি দুর্ঘটনা প্রমাণের চেষ্টা করে। যদিও তার মাথায় আঘাতের চিহ্নসহ নানান আলামত দেখে পুলিশ ঘটনাটি হত্যা হিসেবে বুঝতে পারে এবং তদন্ত শেষে ভাসুর মো. গোলাম মোস্তফা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে।

 

পরদিন তারা আদালতে হত্যার কথা স্বীকার করে জানান, সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতে গৃহবধূ রোখসানার পাশাপাশি তার স্বামীকেও হত্যার পরিকল্পনা ছিল তাদের। এমন অসৎ চিন্তাও যেন এলাকার কেউ ভবিষ্যতে না করতে পারে সে লক্ষ্যে তারা এ ঘটনায় জড়িত দু’জনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট