চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা কলেজ গেট এলাকায় মারছা পরিবহনের ধাক্কায় গুরুতর আহত ছাত্র মো. রাকিব (২০) মারা গেছেন।
রবিবার (২৮ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অঅবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাকিব উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুচর গ্রামের মো. মনছুর আলমের ছেলে ও ডুলাহাজারা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
পরিবার সদস্যদের উদ্ধৃতি দিয়ে রাকিবের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মাকসুদুর রহমান।
তিনি বলেন, রবিবার দুপুর দেড়টায় কলেজ গেট এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হয় কলেজছাত্র রাকিব। তাকে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও পরে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেয়া হয়।
দুর্ঘটনার পর কলেজ গেট এলাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করে। অবস্থা উত্তপ্ত হয়ে উঠলে কলেজ শিক্ষক, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পূর্বকোণ/পিআর/এসি