চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাইকের সিটের নিচে ১৬ সোনার বার, কক্সবাজারে যুবক ধরা

টেকনাফ সংবাদদাতা

২৫ মে, ২০২৩ | ৯:১১ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে ১৬টি সোনার বারসহ মো. রায়হান বিন ফারুকী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

গ্রেপ্তার মো. রায়হান বিন ফারুকী কুতুপালং পূর্বপাড়া এলাকার মৃত ওমর ফারুকের ছেলে।

 

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার রেজুখাল ব্রিজ এলাকায় এ অভিযান চালিয়ে সোনার বারগুলো জব্দ করা হয়। জব্দ ১৬টি সোনার বারের ওজন ২ কেজি ৬৫৬ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।

 

কক্সবাজার ৩৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোটবাজার থেকে কক্সবাজারগামী সন্দেহভাজন ১টি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে গাড়ির সিটের নিচে কৌশলে লুকায়ে রাখা আনুমানিক ২ কেজি ৬৫৬ গ্রাম ওজনের মোট ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিয়মিত কর ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে বার আনে বলে স্বীকার করেছে। তাকে মোটরসাইকেলসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট