চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

খেলার শেষ সময়ে নামানো হয়েছে- দেখি গোল করতে পারি কিনা: এমপি নোমান

বোয়ালখালী সংবাদদাতা

২৫ মে, ২০২৩ | ৮:৪৬ অপরাহ্ণ

কালুরঘাটে নতুন সেতু নির্মাণের বিষয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, ‘খেলার শেষ ১০ মিনিটের জন্য আমাকে মাঠে নামানো হয়েছে। দেখি, গোল করতে পারি কি না।’

 

আজ বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের আগে যদি কালুরঘাট সেতু নির্মাণ প্রকল্পটি একনেক পাশ ও ভিত্তি প্রস্তর দেওয়া যায় তাহলে আমারও লাভ। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাব।’

 

‘এছাড়া বোয়ালখালীর অন্যান্য সমস্যাগুলো নিরসনে পরিকল্পিত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।’

 

বক্তব্যে তিনি বোয়ালখালীর যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির সংকট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে গুরুত্ব আরোপ করেন।

 

এতে উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আবুল ফজল বাবুল, এমএ মান্নান, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, সিরাজুল ইসলাম প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট