চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় দেশীয় বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ১

লোহাগাড়া সংবাদদাতা

২৩ মে, ২০২৩ | ১০:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একজন পাহাড়ি সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পলিশ। এ সময় ২টি দেশীয় একনলা বন্দুক ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

সোমবার (২২ মে) সন্ধ্যায় ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়ে।

 

গ্রেপ্তার চন্দ্র চাকমা (৩৮) বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমা পাড়ার সুনীল চাকমার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ি টিলায় সৃজিত সেগুন বাগানে অপরাধমূলক ঘটনা ঘটানোর জন্য অস্ত্রসহ ২ জন পাহাড়ি সন্ত্রাসী অবস্থানের খবর পাওয়া যায়। সন্ত্রাসীরা সেগুন বাগানের পশ্চিম প্রান্তে পাহাড়ি ডালু জায়গায় গাছের উপর বানানো টং ঘরের নীচে আশ্রয় নেয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। ওইসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষায় ২ রাউন্ড পাল্টা গুলি ছুঁড়ে। পরে ধাওয়া করে ২ সন্ত্রাসীর মধ্যে সন্ত্রাসী চন্দ্র চাকমাকে উল্লেখিত অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে ও পুলিশের উপর হামলার কারণে ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট