চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

গুণগত শিক্ষার মাধ্যমে দক্ষ গ্রাজুয়েট তৈরি করতে হবে : ড. আবু তাহের

৪ জুন, ২০২২ | ৫:২৩ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে গুণগত শিক্ষার বিকল্প নেই। গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে যুগোপযোগী শিক্ষায় গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে যে যত বেশি জানবে, চাকরির বাজারে সে এগিয়ে থাকবে। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে, আমাদের উচ্চ শিক্ষিতদের সংখ্যা অনেক দেশের জনসংখ্যার চেয়েও বেশি। বাংলাদেশ এখন আর হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি নয় বরং উন্নয়নের রোল মডেল।উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে দক্ষ ও বিশ্বমানের গ্রাজুয়েট তৈরি করতে হবে।

গত বৃহস্পতিবার সাউদার্ন ইউনিভার্সিটি আইকিউএসি’র উদ্যোগে আয়োজিত এমপ্লয়াবিলিটি স্কিল এবং ক্যারিয়ার গাইডেন্স শীর্ষক সেমিনারে কি-নোট স্পিকারের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অধ্যাপক ড. মো. আবু তাহের আরও বলেন, উচ্চ শিক্ষিত তরুণদের বেকারত্বের অন্যতম কারণ হলো অদক্ষতা। তথ্য ও যোগাযোগ দক্ষতার জন্য নিয়মিত বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস তৈরি করে কারিকুলাম, কো-কারিকুলাম ও এক্সট্রা কারিকুলামের সমন্বয়ে মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের জোর দেওয়া উচিৎ। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনিভার্সিটি ও ইন্ডাস্ট্রির মধ্যে কোলাবরেশন বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আলোচনা করে গবেষণা কার্যক্রম শুরু করা উচিৎ। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্ব দিতে হবে। গবেষণাধর্মী শিক্ষা অর্জন করতে না পারলে বর্তমান প্রতিযোগিতার বিশ্বে সফলতা অর্জন সম্ভব নয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক আমন্ত্রিত অতিথি ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় তিনি স্নাতকদের তাদের নির্বাচিত পেশায় কর্মসংস্থানে সাফল্য অর্জনের জন্য একটি কৌশলগত পরিকল্পনা গঠনের পরামর্শ দেন। সেমিনারে উপাচার্য এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট