
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন জনগণ এখন বাংলাদেশে নতুন শাসন ব্যবস্থা ও অর্থনৈতিক সমৃদ্ধ দেখতে চায়না। বিগত ৫৪ বছরের ব্যর্থতাকে পিছনে ফেলে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বড়ঘোপ ইউনিয়ন নির্বাচনী গণসংযোগকালে এই মন্তব্য করেন তিনি।
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের জনগণ আর কোনো নতুন স্বৈরাচার কিংবা কর্তৃকবাদী শাসন ব্যবস্থা দেখতে চায় না। জনগণ গণতন্ত্র, ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত দেখতে চায়।
তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নিয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের কণ্ঠরোধ, বিরোধী মত দমন ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
ড. হামিদ আযাদ আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণের শক্তিই সকল স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।
এসময় ড. হামিদ আযাদ কুতুবদিয়ায় দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন এখানে মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হলো বেরিবাঁধ ও ফেরিঘাট না থাকা। ড. হামিদ আযাদ এসব সমস্যার স্থায়ী সমাধানেরও দৃঢ় আশ্বাস প্রদান করেন।
এসময় জামায়াতের কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারী শামসুল আলম বাহাদুর, কুতুবদিয়া উপজেলা আমীর আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নুর, সেক্রেটারি শামসুল আলম ছাত্রনেতা মতিউর রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএইচ