চট্টগ্রাম শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

বোয়ালখালীতে প্রবাসীর বসতঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে প্রবাসীর বসতঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালী সংবাদদাতা

৩১ জানুয়ারি, ২০২৬ | ১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে এক বসতঘরের জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণের গয়না চুরির ঘটনা ঘটেছে।

 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা এ ঘটনা জানতে পারেন। এর দুইদিন আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঘর তালাবদ্ধ করে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন তারা।

 

পৌরসভার ২ নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল ওয়ার্ডের হানিফ মাঝির বাড়ির প্রবাসী জাহিদ হাসানের ঘরে এ চুরি ঘটনায় খোয়া গেছে ১ ভরি স্বর্ণের গয়না এবং নগদ ২১ হাজার টাকা।

 

জাহিদ হাসান জানান, দুই দিন আগে তাদের পরিবারের সদস্যরা খালার বাড়িতে বিয়ের দাওয়াতে যান। শনিবার সকালে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের জানালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট