চট্টগ্রাম শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চুলার আগুনে মিরসরাইয়ে ৪ বসতঘর পুড়ে ছাই

চুলার আগুনে মিরসরাইয়ে ৪ বসতঘর পুড়ে ছাই

মিরসরাই সংবাদদাতা

৩০ জানুয়ারি, ২০২৬ | ৯:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নে চুলার আগুনে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে পশ্চিম সাহেরখালী গ্রামের হাসান প্রফেসর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন— মুকছুদ আহমদ, মুফিজুর রহমান, তসলিম উদ্দিন ও ছালামত উল্ল্যাহ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি অনুযায়ী, আগুনে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই এলাকাবাসী নিজস্ব পানির মেশিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন, যার ফলে আরও অনেক ঘর রক্ষা পায়।

 

ক্ষতিগ্রস্ত মুকছুদ আহমদ জানান, তাঁর মেয়ের বিয়ের স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকাসহ সংসারের সব আসবাবপত্র পুড়ে তাঁরা এখন সম্পূর্ণ নিঃস্ব।

 

মিরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার হায়াতুন নবী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নেভানো হয়।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে ঘটনাস্থলে ছুটে যান মিরসরাই আসনের জামায়াতে ইসলামী প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় মিরসরাইয়ের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট