চট্টগ্রাম শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবাসহ আটক ১০

টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবাসহ আটক ১০

টেকনাফ সংবাদদাতা   

৩০ জানুয়ারি, ২০২৬ | ৭:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

 

জব্দকৃত আলামত ও আটক মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট