চট্টগ্রাম শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

সকল ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ

সকল ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ

পেকুয়া সংবাদদাতা

৩০ জানুয়ারি, ২০২৬ | ২:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিবে বিএনপি।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) পেকুয়ার বিশ্বাস পাড়ায় হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম, মোয়াজ্জিম ও খতিবদের রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হবে।

 

সভায় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম, শাহনেওয়াজ আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুমন বিশ্বাস প্রমুখ।

 

পূর্বকোণ/ইউএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট