
কক্সবাজারের পেকুয়ায় ২৬ পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উত্তর মেহেরনামা ও বাইম্যাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল- উপজেলার আব্দুল হামিদ সিকদার পাড়ার নুরুল হুদার পুত্র মোহাম্মদ ফারক (৪১) ও দক্ষিণ মইয়াদিয়া এলাকার জানু মিয়ার পুত্র রেজাউল করিম (২৬)। এদের মধ্যে ফারুকের কাছে পাওয়া যায় ১৫ পিস ইয়াবা এবং রেজাউলের কাছে পাওয়া যায় ১১ পিস ইয়াবা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/ইউএস