চট্টগ্রাম শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত

অনলাইন ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৬ | ১১:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় নাজমুস সাকিব (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে ইকরাম হোসেন (২৯) নামে আরেকজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের গাজীর বাড়ির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত দু’জনই নৌবাহিনীর সদস্য বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ। তিনি বলেন, দুই নৌবাহিনীর দুই সদস্য মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পটিয়া বাইপাসে কক্সবাজারমুখী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান নাজমুস সাকিব। ইকরাম হোসেন আহত হন। তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে নৌবাহিনীর একটি দল এসেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট