চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

সীতাকুণ্ডের সম্ভাবনা ও সমৃদ্ধির স্বর্ণদ্বার হতে পারে সলিমপুর: আসলাম চৌধুরী

অনলাইন ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৬ | ১২:৩০ অপরাহ্ণ

সীতাকুণ্ড তথা চট্টগ্রামের উন্নয়নের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে সলিমপুর। সঠিক পরিকল্পনা গ্রহণ করা গেলে সলিমপুর-ভাটিয়ারীকে ঘিরে গড়ে উঠবে সম্ভাবনা ও সমৃদ্ধির নতুন দিগন্ত- এমন মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক ৯-১০ নম্বর ওয়ার্ড) আসনে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

গণসংযোগে আসলাম চৌধুরী বলেন, এখানকার মানুষের হাসি-কান্না, প্রয়োজন ও জীবনযাপন খুব চেনা।

এই জনপদকে কেন্দ্র করেই সীতাকুণ্ড ও চট্টগ্রামের উন্নয়নের হাব গড়ে তোলা সম্ভব। নির্বাচন এলেই অনেকে মিথ্যা আশ্বাস দেন। সেই রাজনীতিতে আমি অভ্যস্ত নই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও সম্মান দেখানো এবং এ পর্যন্ত কাউকে নিয়ে বিরূপ মন্তব্য না করা রাজনৈতিক শিষ্টাচার।
নেতিবাচক প্রচারণা পরিহার করে সবাইকে নিজের যোগ্যতা ও পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল হুদা জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব খ ম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, কেন্দ্রীয় যুবদল নেতা ফেরদৌস আহমেদ মুন্না, সলিমপুর বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবুল হাসেম, আবুল কালাম চৌধুরী, মাহবুব-এ খোদা মোরশেদ, জাহেদুল হাছান, মো. মহিউদ্দিন, রোকন উদ্দিন মেম্বার, লোকমান হাকিম, মো. আনোয়ারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট