
কক্সবাজারের চকরিয়ায় মায়ের সাথে অভিমান করে ছেলে আবদুল্লাহ আল নোমান (১৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্ব নয়াপাড়া পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল নোমান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া পানিছড়া এলাকার প্রবাসী ফকির মোহাম্মদের ছেলে।
নোমানের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মায়ের সাথে অভিমান করে কাউকে কিছু না বলেই নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নোমান। তবে অভিমান কেন তা সুস্পষ্ট কেউ জানাতে পারেননি। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার জিসান শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, স্থানীয় মেম্বারের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে নোমান আত্মহত্যা করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি
পূর্বকোণ/সিজান/পারভেজ