চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

টেকনাফে প্রাইভেট কারের ইঞ্জিনের নিচে লুকিয়ে ইয়াবা পাচার, চালক গ্রেপ্তার

প্রাইভেট কারের ইঞ্জিনে লুকিয়ে ইয়াবা পাচার, চালক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২৯ জানুয়ারি, ২০২৬ | ১২:০২ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পাচারের সময় ৪ হাজার ইয়াবাসহ মো. জাহেদ হোসেন পুতু (৬৩) নামে এক প্রাইভেট কার চালককে গ্রেপ্তার করেছে বিজিবি।

 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শীলখালীতে বিজিবির একটি অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহেদ হোসেন গোদার বিল গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

 

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেট কার শীলখালী অস্থায়ী চেকপোস্টে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে প্রাইভেট কারের ইঞ্জিনের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ এবং এর চালককে আটক করা হয়।

 

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চালক স্বীকার করেছেন যে, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

 

উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত প্রাইভেট কারসহ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট