চট্টগ্রাম বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়াবাসীর দোয়ায় হুমামকে আয়নাঘর থেকে ভোটের মাঠে এনেছি: ফরহাত কাদের

রাঙ্গুনিয়াবাসীর দোয়ায় হুমামকে আয়নাঘর থেকে ভোটের মাঠে এনেছি: ফরহাত কাদের

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৮ জানুয়ারি, ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীর মা ফরহাত কাদের চৌধুরী বলেন, তাঁর ছেলে হুমাম কাদের চৌধুরীকে সাত মাস গুম করে রাখা হয়েছিল এবং তিনি ফিরে আসবেন—এমন আশা তারা প্রায় ছেড়ে দিয়েছিলেন। ‘রাঙ্গুনিয়াবাসীর দোয়া ও ভালোবাসায় হুমামকে আয়নাঘর থেকে ভোটের মাঠে এনেছি’।

 

বুধবার (২৮ জানুয়ারি) হুমাম কাদের চৌধুরীর সমর্থনে পোমরা মালিরহাট বাজার সংলগ্ন মাঠে বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও দাবি করেন যে, সালাহউদ্দিন কাদের চৌধুরী কোনো যুদ্ধাপরাধী ছিলেন না, বরং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা অপরাধে মৃত্যুবরণ করেছেন। তিনি রাঙ্গুনিয়ার মানুষের কাছে দোয়া ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন যাতে হুমাম সংসদে গিয়ে জনগণের সেবা করতে পারেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে হুমামের বোন ফারজিন কাদের চৌধুরী বলেন, তাঁরা মজলুম নন বরং একটি শহীদ পরিবার। তিনি তাঁর বাবার সাথে শেষ সাক্ষাতের স্মৃতি চারণ করে বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী তাঁদেরকে চট্টগ্রাম ও রাঙ্গুনিয়ার মানুষের জন্য তাঁর অসমাপ্ত কাজগুলো সুসম্পন্ন করার দায়িত্ব দিয়েছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নেই তাঁরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে জনগণের দ্বারে হাজির হয়েছেন।

 

মহিলা নেত্রী ছানোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মহসিন, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনুর বেগম শানু এবং মোজাফফর আহমদ চৌধুরী।

 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. ছাবের, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বখতিয়ার উদ্দিন জনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কুতুব উদ্দিন এবং যুবদল নেতা আবু হেনা। সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট