
কক্সবাজারের রামু গর্জনিয়ার আলোচিত শফিউল আলম (প্রকাশ: লেদা পুতু) হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি সরওয়ার জাহানকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সরওয়ার গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার নুরুল আবছারের ছেলে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রামুর দক্ষিণ মুহুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন তিনি।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ জানুয়ারি দিবাগত রাতে শফিউল আলমকে তার নিজ বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। ঘরের বাইরে আসা মাত্রই তাকে লক্ষ্য করে মাথায় এবং বুকে গুলি ছুড়ে পালিয়ে যায় খুনিরা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় গত ২৬ জানুয়ারি নিহতের স্ত্রী বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৫। গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে খুনিরা নিয়মিত স্থান পরিবর্তন করে আত্মগোপনের চেষ্টা চালায়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, তথ্যের ভিত্তিতে বুধবার দক্ষিণ মুহুরী পাড়ার নয়াপাড়া এলাকার একটি বাড়ি (সিকদার মঞ্জিল) ঘেরাও করে অভিযান চালানো হয়। সেখান থেকেই মামলার অন্যতম আসামি সরওয়ার জাহানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ