চট্টগ্রাম বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

উখিয়ার গহিন বনে অভিযান, মাটি পাচারের দুটি গাড়ি আটক

উখিয়ার গহিন বনে অভিযান, মাটি পাচারের দুটি গাড়ি আটক

উখিয়া সংবাদদাতা

২৭ জানুয়ারি, ২০২৬ | ১১:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচার করার সময় দুটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার থাইংখালী বনবিটের গহিন বনাঞ্চলে এই অভিযান চালানো হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর রহমানের নেতৃত্বে এই অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনিসহ বন বিভাগের একটি দল অংশ নেয়।

অভিযান চলাকালীন বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটার সাথে জড়িত চক্রটি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি পাচারে ব্যবহৃত ডাম্পার দুটি জব্দ করা হয়।

রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর রহমান জানিয়েছেন যে, বন ও পরিবেশ রক্ষায় তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট