চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় কারাদণ্ড

সাতকানিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় কারাদণ্ড

সাতকানিয়া সংবাদদাতা

২৭ জানুয়ারি, ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর দায়ে উবায়দুল্লাহ (৩৪) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বাসহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।

তিনি বলেন, নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ওবাইদুল্লাহ নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট