
চট্টগ্রামের ফটিকছড়িতে রান্না করার সময় অসাবধানতাবশত অগ্নিদগ্ধ হয়ে সামিয়া আকতার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত সামিয়া উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তর্গত করম আলী মিস্ত্রি বাড়ির জনৈক বাদশার মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য নমিতা রাণী জানান, গত ২৪ জানুয়ারি সকালে সামিয়া রান্নার চুলায় চা গরম করতে গেলে অসাবধানতাবশত হঠাৎ তার শরীরে আগুন ধরে যায়। আগুন লাগার পর কিশোরীর চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে টানা চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পূর্বকোণ/সিজান/পারভেজ