
চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার আজাদী বাজার এলাকার আব্দুল মালেকের ছেলে মো. রফিক (৫৫) ও একই এলাকার আব্দুল মালেকের ছেলে মো. মঈন উদ্দিন (৩৬)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সেনাবাহিনী থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের ফটিকছড়ি ক্যাম্পের দুইটি পৃথক অভিযানে রফিক নামে একহনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি শর্টগান, ১টি পিস্তল, একটি এয়ার গান, ১টি ডামি পিস্তল, ১ রাউন্ড পয়েন্ট ৩০৩ ক্যালিবার এ্যামোনিশন, শর্টগানের এ্যামোনিশন, ১ রাউন্ড শর্টগানের ফায়ারকৃত কার্তুজ, ৩ রাউন্ড শট গানের ফায়ারকৃত কার্তুজ, ১০০টি এয়ার গান এ্যামোনিশন, ৫টি দা, ৫টি বিদেশি চাকু, ১টি ড্যাগার, দেশীয় মদ ৪ লিটার উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/পিআর