চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ইয়াবা ও গুলিসহ যুবক গ্রেপ্তার

টেকনাফে ইয়াবা-গুলিসহ যুবক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২৭ জানুয়ারি, ২০২৬ | ৫:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে ৪০ হাজার ইয়াবা ও ১৪৭ রাউন্ড গুলিসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার জাদিমুরা নেচার পার্ক সংলগ্ন নাফ নদীর অভ্যন্তরে বাংলাদেশের জলসীমা হতে তাকে গ্রেপ্তার হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

 

তিনি জানান, অত্যাধুনিক সার্ভেইল্যান্স প্রযুক্তির মাধ্যমে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৯ হতে আনুমানিক ৪০০ মিটার দক্ষিণ-পূর্ব দিকে নেচার পার্ক সংলগ্ন নাফ নদীর অভ্যন্তরে একজনকে সাঁতরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিশেষ পন্থায় ভাসিয়ে নিয়ে আসা একটি প্যাকেট থেকে ৪০ হাজার ইয়াবা ও ১৪৭ রাউন্ড ভারী অস্ত্রের গুলি, ৩ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গুলি এবং ১টি বাটন মোবইল উদ্ধার করা হয়।

 

উদ্ধার মাদক, অবৈধ গোলাবারুদ এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরবর্তী তদন্তকার্য পরিচালনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট