
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় তারা গুলিবিদ্ধ হন।
স্থানীয়দের বরাত দিয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, দুই জেলে নাফনদীতে গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০-১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে সোহেল ও ওবাইদুল্লাহ নামে দুই জেলে গুলিবিদ্ধ হয়। তাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে গুলির সময় জেলেরা মিয়ানমার সীমান্তে অবস্থান করছিলেন নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পূর্বকোণ/পিআর