চট্টগ্রাম সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে পুড়েছে ৪ বসত ঘর, ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকা  

বাঁশখালীতে পুড়ে গেছে ৪ বসত ঘর, ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির   

বাঁশখালী সংবাদদাতা

২৬ জানুয়ারি, ২০২৬ | ৯:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪ বসতঘর।  এতে নগদ ২ লক্ষ টাকা, ঘরের অন্যান্য জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। 

আজ সোমবার (২৬ জানুয়ারি ) সকাল ৯ টার দিকে উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরল গ্রামের আফজাল চৌধুরী বাড়িতে এ   ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আলমগীর চৌধুরী। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
 
ঘটনার বিষয়ে বাঁশখালী উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মুহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

 

পূর্বকোণ/ কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট