চট্টগ্রাম সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

আগামীর সরকার ভালোও হতে পারে, খারাপও: সাতকানিয়ায় ধর্ম উপদেষ্টা

আগামীর সরকার ভালোও হতে পারে, খারাপও: সাতকানিয়ায় ধর্ম উপদেষ্টা

সাতকানিয়া সংবাদদাতা

২৬ জানুয়ারি, ২০২৬ | ৭:০৭ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিন বাকি উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সংস্কার কাজ শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে আগামীর সরকার নিয়ে দেশবাসীকে বাস্তববাদী হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আগামীর সরকার ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে।

আজ ২৬ জানুয়ারি (সোমবার) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া চৌকি আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অসংখ্য উন্নয়ন কাজ করেছে এবং অবশিষ্ট সংস্কার কাজগুলো এই ১৫ দিনের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, আগামীর সরকার যাতে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করে। তবে ভবিষ্যতের অনিশ্চয়তার প্রতি আলোকপাত করে তিনি আগামীর সরকার ভালো বা খারাপ হওয়ার দ্বিমুখী সম্ভাবনার কথা মনে করিয়ে দেন।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে ড. খালিদ হোসেন আরও বলেন, আধুনিক অবকাঠামো বিচারপ্রার্থী, আইনজীবী ও বিচারকদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাতকানিয়া আদালতের অতিরিক্ত সিভিল জজ আদালত আরাফাতুল ইসলাম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহছান খালিদ, গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, সাতকানিয়া আইনজীবী সমিতি’র সভাপতি এডভোকেট মো. সোলাইমান, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত, সিনিয়র সহ সভাপতি সাতকানিয়া আইনজীবী সমিতি, এড. মাহমুদুল হক চৌধুরী, এড. এ. এম, ফয়সাল, সহ সাধারণ সম্পাদক এড. রাশেদুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি এড. সুজন পালিত।

 

পূর্বকোণ/ কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট