
ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ডুসাফের নতুন কমিটি (আংশিক) নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের জন্য হিসাববিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাঈম চৌধুরী সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তারেক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার ডাকসু ক্যাফেটেরিয়া হলরুমে অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে ১০ প্রতিদন্ধীর মধ্যে সদস্যদের সরাসরি ভোটে গরিষ্ঠতার ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারা।
নবনির্বাচিত সভাপতি নাঈম চৌধুরী ফটিকছড়ি পৌর এলাকা ও সাধারণ সম্পাদক তারেক হোসেন দাঁতমারা ইউনিয়নের পশ্চিম হাসনাবাদ এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, ২০১০ সালে ঢাবি পড়ুয়া ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে ডুসাফ। এরপর থেকে সদস্যদের প্রাতিষ্ঠানিক ও পেশাগত মানোন্নয়ন নিয়ে কাজ করছে সংগঠনটি। পাশাপাশি অংশগ্রহণ করছে বিভিন্ন সামাজিক কাজেও।
পূর্বকোণ/ইবনুর