চট্টগ্রাম সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

লোহাগাড়ায় ইশমামের কবর জিয়ারত করলেন সাবেক উপদেষ্টা আসিফ 

লোহাগাড়ায় ইশমামের কবর জিয়ারত করলেন সাবেক উপদেষ্টা আসিফ 

লোহাগাড়া সংবাদদাতা

২৬ জানুয়ারি, ২০২৬ | ১১:৪১ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ইশমামুল হকের (১৭) কবর জিয়ারত করেছেন সদ্য সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

 

সোমবার (২৬ জানুয়ারি ) সকাল সাড়ে ১০ টায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় শহীদ ইশমামের কবর জিয়ারত করেন তিনি।

 

 

এসময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আজকে শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্যদিয়ে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করলাম। দেশের জন্য ইশমামের এই আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

 

জিয়ারতকালে তার সাথে ছিলেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহবায়ক এ্যাডভোকেট তরিকুল ইসলাম, নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ, লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন।

 

পূর্বকোণ/সিজান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট