চট্টগ্রাম সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

ব্যর্থ হওয়ার সুযোগ নেই, এটি দেশপ্রেমের পরীক্ষা: রিটার্নিং অফিসার

ব্যর্থ হওয়ার সুযোগ নেই, এটি দেশপ্রেমের পরীক্ষা: রিটার্নিং অফিসার

মিরসরাই সংবাদদাতা

২৫ জানুয়ারি, ২০২৬ | ১০:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণের এবং দেশপ্রেম প্রমাণের একটি বড় সুযোগ আমাদের সামনে এসেছে।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মিরসরাই কলেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সতর্ক করে বলেন, এই মহান দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এবং কোনো প্রকার ব্যক্তিগত পক্ষপাতিত্ব বা আচরণে কালিমা লিপ্ত হওয়া বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ থাকবে। পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে মনিটরিং করা হবে। এছাড়া গণভোটের বিষয়ে সাধারণ ভোটারদের ধারণা দিতে কর্মকর্তাদের ইতিবাচক ও সহযোগিতামূলক আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার জানান, মিরসরাই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। মোট ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৬টিতেই সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। এর মধ্যে মিরসরাই ও জোরারগঞ্জ থানার মোট ৪৯টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে ১১২ জন প্রিজাইডিং অফিসারসহ মোট ২৩৫৬ জন ভোট গ্রহণকারী কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ উল্লেখ করেন, একটি দীর্ঘ বিপ্লব সংগ্রামের পর এই নির্বাচন হতে যাচ্ছে, তাই আইনের আলোকে নিজের সর্বোচ্চ দিয়ে এটি সফল করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলামসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট