চট্টগ্রাম রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দুটি স্কেভেটর বিকল

সাতকানিয়ায় মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দুটি স্কেভেটর বিকল

সাতকানিয়া সংবাদদাতা

২৫ জানুয়ারি, ২০২৬ | ৭:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন নয়াখালের পাড় এলাকায় এই অভিযান চালানো হয়।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ এই অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, স্থানীয় কয়েকজন কৃষকের দেওয়া অভিযোগের ভিত্তিতে নয়াখাল এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে টপসয়েল কাটার সঙ্গে জড়িতরা ঘটনাস্থলে দুটি স্কেভেটর রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত স্কেভেটর দুটি বিকল করে দেন।

আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, দুষ্কৃতকারীরা পালিয়ে গেলেও কৃষিজমি রক্ষায় তাদের ব্যবহৃত যন্ত্রপাতিগুলো বিকল করে দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট