চট্টগ্রাম রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে যৌথ অভিযানে বন্দুক-কার্তুজ উদ্ধার

বাঁশখালীতে যৌথ অভিযানে বন্দুক-কার্তুজ উদ্ধার

বাঁশখালী সংবাদদাতা 

২৫ জানুয়ারি, ২০২৬ | ৩:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ অভিযানে ২টি একনলা বন্দুক, ৩টি ১২ বোর তাজা কার্তুজ, ৭টি ১২ বোর কার্তুজের খোসা এবং ৩টি রামদা উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টার দিকে সরল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ  সাইফুল্লাহ জানান, যৌথ অভিযানে সরল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় একটি টমেটো ক্ষেত থেকে ২টি দেশীয় তৈরি একনালা বন্দুক,  ১২বোরের ৩টি তাজা কার্তুজ, ও ১২ বোরের ৭টি কার্তুজের খোসা এবং ৩টি রামদা উদ্ধার করা হয়।

 

কতিপয় দুষ্কৃতিকারী  সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন বাজার বেড়ী বাধ সংলগ্ন আমান উল্লাহর বাড়ীর পিছনের টমেটো ক্ষেতে অভিযান পরিচালনা করা হয় । যৌথ অভিযানে ২টি একনলা বন্দুক, ৩টি ১২ বোর তাজা কার্তুজ, ৭টি ১২ বোর কার্তুজের খোসা এবং ৩টি রামদা উদ্ধার করা হয়। আসামিদের পরিচয় শনাক্তকরণসহ গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট