
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত শহর টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনী সময়ে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টেকনাফ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্টের নিয়মিত ফুট পেট্রোলিং ও নিবিড় নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নৌবাহিনীর একটি দল ফুট পেট্রোলিং শুরু করে। টহলটি শহরের প্রধান প্রধান পয়েন্ট যেমন— শাপলা চত্বর, বাসস্টেশন ও ঝর্ণা চত্বর হয়ে উপজেলা শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এই কার্যক্রম চলাকালে নৌবাহিনীর সদস্যরা পথচারী, সাধারণ নাগরিক এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সূত্রমতে, নির্বাচনে সন্ত্রাস, নাশকতা ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর পক্ষ থেকে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে জনসমাগম স্থল এবং সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি নিশ্চিত করা হয়েছে। টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করছে, যা একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট সূত্রে জানানো হয়েছে, উপকূলীয় ও সীমান্ত এই শহরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও ভীতিহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নৌবাহিনীর এই টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ