
কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি এবং ৬ কোটি টাকা মূল্যের মাদকসহ দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন স্থানীয় জুনায়েদ ওরফে মুন্না (২৮) এবং তার সহযোগী রোহিঙ্গা নাগরিক হামিদুল্লাহ (২৬)।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাইট্যংপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় নৌবাহিনীর একটি দল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৫০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা। এছাড়া ১২৬ পিস ইয়াবা, একটি এক নলা বন্দুক, দুটি ওয়াকিটকি, আটটি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, জব্দ হওয়া এসব মাদক, অস্ত্র ও গোলা মূলত রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌবাহিনীর অভিযানে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে নৌবাহিনী নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।
এছাড়া সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাচালান দমনে এই নজরদারি অব্যাহত থাকবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ