
কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- পেকুয়ার মগনামা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুল মোনাফের পুত্র মো. আরকান (১৯), মো. ফোরকান (২১), আবদুল মতলবের পুত্র আবদুল মোনাফ (৪৫), আবুল কাশেম (৪০), আবদুল খালেক (৪২), মৃত নুর আহমদের পুত্র আবুল কালাম, আবুল হোসেন (৪৩), বাইম্যাখালীর বাসিন্দা আলী আহমদের পুত্র শামসুল আলম, উজানটিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর আহমদের পুত্র ছাবের আহমদ (৬২) ও শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফেরদৌসের মেয়ে ও নিহত জসিম উদ্দিনের স্ত্রী সেলিনা আক্তার (৪২)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, শনিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ ১০ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।