চট্টগ্রাম শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত 

হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত 

হাটহাজারী সংবাদদাতা

২৪ জানুয়ারি, ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মো. আবু নাঈম সিদ্দিকী (২২) নামের এক যুবক নিহত হয়েছে।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত আবু নাঈম উপজেলার ধলই ইউনিয়নের ৬নং ওয়াডস্থ পূর্ব হাধুরখীল গ্রামের লুৎফুর রহমান সারাং বাড়ির বীর মুক্তিযোদ্ধা আর্মি মনির আহমদের পুত্র।

 

আজ শনিবার সকালের দিকে সংশ্লিষ্ট ইউপি সদস্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা যায়, গতকাল রাত দশটার দিকে বান্দরবান জেলার লামা থেকে ছেড়ে আসা যাত্রিবাহী একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো চ-১১-৫৬২৩) ফটিকছড়ি মাইজভান্ডার শরীফ যাচ্ছিল। মাইক্রোবাসটি উপজেলায় ধলই ইউপির কাটিরহাট বাজারের দক্ষিণে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে উপর শাহজাহান শাহ (রঃ) মাজার গেট এলাকায় অতিক্রম করার সময় প্রতিবন্ধী নাঈম উদ্দিনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

সংশ্লিষ্ট ইউপি সদস্য শেখ মোহাম্মদ নুরুল আমিন জানান, নিহত নাঈম শারীরিক প্রতিবন্ধী ছিল। আজ শনিবার পূর্ব হাধুরখীল জামে মসজিদ ময়দানে নিহতের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হবে।

 

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন জানান, মাইক্রোবাস চালক দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট