চট্টগ্রাম শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

শান্তি ও উন্নয়নের লক্ষ্যে হাটহাজারীতে মীর হেলালের নির্বাচনী প্রচারণা

শান্তি ও উন্নয়নের লক্ষ্যে হাটহাজারীতে মীর হেলালের নির্বাচনী প্রচারণা

হাটহাজারী সংবাদদাতা

২৩ জানুয়ারি, ২০২৬ | ৮:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন তার নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে হাটহাজারীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ১৫ নম্বর বুড়িশ্চর আজিজিয়া দরবার শরীফ মাজার জিয়ারতের মাধ্যমে তিনি দিনের কর্মসূচি শুরু করেন।

 

মাজার জিয়ারত শেষে ব্যারিস্টার মীর হেলাল দক্ষিণ বুড়িশ্চর এলাকা থেকে পায়ে হেঁটে বুড়িশ্চর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এবং শিকারপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

 

গণসংযোগ চলাকালীন আয়োজিত বিভিন্ন পথসভায় মীর হেলাল বলেন, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। তিনি দেশের এই পরিবর্তনের লক্ষ্যে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

 

গণসংযোগে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ, বর্তমান সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী এবং জাসাস সহ-সভাপতি আয়ুব খানসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট