চট্টগ্রাম শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে ইয়াবাসহ টেকনাফের ২ যুবক গ্রেপ্তার

বাঁশখালীতে ইয়াবাসহ টেকনাফের ২ যুবক গ্রেপ্তার

বাঁশখালী সংবাদদাতা

২৩ জানুয়ারি, ২০২৬ | ৭:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গী খালীর বশির আহম্মদের ছেলে মো. তোফাইল (২২) এবং একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরিদ আহমদের ছেলে মো. সরোয়ার (৩৪)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট