চট্টগ্রাম শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে ২২ তম আন্তর্জাতিক ঋষিধাম কুম্ভমেলা শুরু

বাঁশখালীতে ২২ তম আন্তর্জাতিক ঋষিধাম কুম্ভমেলা শুরু

অনুপম কুমার অভি

২৩ জানুয়ারি, ২০২৬ | ৬:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রবর্তিত ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুন্ডমেলা–২০২৬ শুরু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে ১১ দিনব্যাপী ধর্মীয় ও আধ্যাত্মিক এ মহোৎসব আগামী ২ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত চলবে।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, মেলার প্রথম দিন ভোর ৪টায় মঙ্গল আরতি ও জয়গানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, ভাণ্ডার গৃহের শুভ উদ্বোধন, শ্রী শ্রী গুরু মহারাজের পূজা, ভাণ্ডার গৃহের অন্নপূর্ণা ভোগরাগ, সমবেত প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ, সতীর্থ সম্মেলন ও সঙ্গীতাঞ্জলির মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে বিশ্বকল্যাণে ভুবনমঙ্গল চণ্ডীযজ্ঞ ও আন্তর্জাতিক ঋষি সম্মেলনের মধ্য দিয়ে মেলার প্রস্তুতিপর্ব সম্পন্ন হয়েছিল।

মেলা চলাকালীন প্রতিদিনের কর্মসূচিতে রয়েছে শ্রীশ্রী গঙ্গাপূজা ও মহাস্নান, ঋষিধ্বজা উত্তোলন, বেদমন্ত্র পাঠ, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, মহানামযজ্ঞ, গণেশ ও অন্নপূর্ণা পূজা, মহাশোভাযাত্রা, ধর্মীয় মহাসম্মেলন, মহাদেবের অভিষেক, গীতাপাঠ এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রানুষ্ঠান। এছাড়া উৎসবে আগত ভক্তদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

ঋষিকুম্ভ ও কুন্ডমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাস ও সদস্য সচিব চন্দ্রশেখর মল্লিক জানান, ভারতের উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ ও হরিদ্বারের মতো পবিত্র তীর্থস্থানের মাহাত্ম্য এদেশের সাধারণ ভক্তদের কাছে সহজলভ্য করার উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালীতে এই ঋষিকুম্ভ মেলার প্রবর্তন করা হয়।

ঋষিকুম্ভ ও কুন্ডমেলা উদ্যাপন পরিষদ, শ্রীগুরু সংঘ, ঋষিধাম ও তুলসীধামের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানে দেশ-বিদেশের হাজার হাজার সাধু-সন্ন্যাসী, বৈষ্ণব ও ভক্তদের অংশগ্রহণে ঋষিধাম মুখরিত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় আয়োজকরা সকল ধর্মপ্রাণ মানুষকে এই মহাসম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট