
চট্টগ্রামে হাটহাজারীর মেখল ইউনিয়নে প্রায় আট বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ফলে স্থানীয়দের দেওয়া ভাড়ায় একটি ভবনে চলছে ওই ইউনিয়নের স্বাস্থ্যসেবা। এতে পুরোদমে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এই ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মানুষ স্বাস্থ্যসেবা নিতে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন। এর মধ্যে মেখল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োজিত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. আলী চৌধুরী চলতি বছরের ৬ জানুয়ারি পিআরএলে চলে যান। এতে করে স্বাস্থ্যসেবা একপর্যায়ে বন্ধ হয়ে পড়ে।
জানা যায়, উপজেলার মেখল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ১৯৮৩ সালে নির্মিত হয়। ১০-১২ বছর ধরে ভবনটি জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ১০ বছর পূর্বে জরাজীর্ণ ও পরিত্যক্ত মূল ভবন প্রসঙ্গে কেন্দ্রে নিয়োজিত তৎকালীন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আলী চৌধুরী ২০১৩ সালের ২২ মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি চিঠি পাঠান। চিঠি পাওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ২০১৪ সালে পরিত্যক্ত ঘোষণা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সরেজমিনে দেখা যায়, আশির দশকে নির্মিত সেবাকেন্দ্রের ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়া, সিলিং ও বিম থেকে কংক্রিট ভেঙে পড়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনকি চিকিৎসকের আবাসিক ভবনের ছাদের টিন, দরজা, জানালাও ভেঙে গেছে। ২০২৪ সালের দিকে কেন্দ্রটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সময় থেকেই স্থানীয়দের টাকায় পাশের একটি ভাড়া ভবনে কেন্দ্রটির কার্যক্রম পরিচালনা হচ্ছে। এছাড়া কেন্দ্রটিতে সাপ্তাহিক তিনদিন দায়িত্ব পালন করা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আলী চৌধুরী চলতি বছরের ৬ জানুয়ারি পিআরএলে চলে যান। এতে করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যায়।
পূর্ব মেখল এলাকার শাহাবুদ্দিন বলেন, আমাদের ইউনিয়নের পুরাতন স্বাস্থ্যকেন্দ্র এটি। এখানে মানুষ একসময় নিয়মিত স্বাস্থ্যসেবা পেতো। বর্তমানে ভবনগুলো পরিত্যক্ত থাকার কারণে আগের মতো আর মানুষ স্বাস্থ্যসেবা নিতে পারছে না। অচিরেই ভবনগুলো নির্মাণ করে স্বাস্থ্যসেবা চালু করার জোর দাবি জানাচ্ছি।
স্বাস্থ্যকেন্দ্র এলাকার মোরশেদ বলেন, দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রটি পড়ে থাকায় আমরা স্থানীয়রা আমাদের টাকায় পাশের একটি বিল্ডিংয়ে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র ভাড়া নেই। সেই কেন্দ্রে স্বাস্থ্যসেবা চলছে।
হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মেখল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রসহ উপজেলায় আরও কয়েকটি কেন্দ্র ২০২৪-এ হওয়ার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত নতুন ভবন করার কোন আদেশ পাওয়া যায়নি।
পূর্বকোণ/ইবনুর