চট্টগ্রাম বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ের মাথায় তুলে আছাড় মেরে শিশুকে হত্যা

চট্টগ্রামে মাথায় তুলে শিশুকে আছাড় মেরে হত্যা

মিরসরাই সংবাদদাতা

২১ জানুয়ারি, ২০২৬ | ৫:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুকে মাথায় তুলে আছাড় মেরে হত্যা করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু আবদুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের ছেলে।

নিহতের দাদী মোছাম্মৎ জোৎস্না আরা বেগম বলেন, প্রতিবেশী দ্বীন ইসলামের সাথে তাদের পরিবারের জায়গা-জমি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। আজ দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বীন ইসলাম আমার ছেলেকে মারতে আসে। আমার ছেলের নাগাল না পেয়ে আমার নাতিকে মাথায় তুলে আছাড় মারে। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পারিবারিক কলহে এক শিশুর মৃত্যুর ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট