চট্টগ্রাম বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের লোহাগাড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শনপাপড়ি তৈরি করায় আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি, লোহাগাড়ায় একজনকে জরিমানা

লোাহাগাড়া সংবাদদাতা

২১ জানুয়ারি, ২০২৬ | ৪:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শনপাপড়ি তৈরি করায় আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার আমিরাবাদের পুরাতন বিওসি এলাকায় এ জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। অভিযানকালে লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্য ও ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

 

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শনপাপড়িসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উৎপাদন করায় আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট