চট্টগ্রাম বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

রাউজানে নির্বাচন সামনে রেখে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

রাউজানে নির্বাচন সামনে রেখে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

রাউজান সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৬ | ১১:০৩ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চট্টগ্রামের রাউজানে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার আয়োজিত মহড়াটি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক, কাপ্তাই সড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।

নির্বাচনপূর্ব এই মহড়ায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মকর্তারা বলেন, নির্বাচন নিয়ে সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা নিয়ে স্বস্তি এবং প্রশাসনের প্রতি আস্থা রাখতে এই মহড়ার আয়োজন করা হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট