
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এই বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের বক্তব্য শোনা হবে।
আদালতে সরওয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন বিশিষ্ট আইনজীবী আহসানুল করিম, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
শুনানির বিষয়ে বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী জানান, সরওয়ার আলমগীর কোনোভাবেই ঋণখেলাপি নন এবং বিধি মোতাবেক তিনি ব্যাংকের সকল পাওনা পরিশোধ করেছেন।
তিনি অভিযোগ করেন যে, রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ ঘোষিত হওয়ার পর সরওয়ার আলমগীরকে কেবল হয়রানি করার উদ্দেশ্যে ঋণখেলাপির অভিযোগ তুলে আপিল করা হয়েছে।
এদিকে, সরওয়ার আলমগীরের প্রার্থিতা ঠেকাতে নতুন আইনি জটিলতা তৈরি করেছেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক নুরুল আমিন। তিনি মঙ্গলবার চেম্বার জজ আদালতে একটি সিভিল পিটিশন (২৮২/২০২৬) দায়ের করেন, যেখানে সরওয়ার আলমগীরের মালিকানাধীন হালদা এন্টারপ্রাইজ লিমিটেডকে ঋণখেলাপি হিসেবে দাবি করা হয়েছে।
চেম্বার জজ বিচারপতি রেজাউল হক আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের ফুল বেঞ্চে প্রেরণ করেছেন। ফলে, হাইকোর্ট এবং আপিল বিভাগ—উভয় জায়গাতেই সরওয়ার আলমগীরের প্রার্থিতার ভাগ্য নির্ধারণে আগামী বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ