চট্টগ্রাম মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারের কুতুবদিয়াপাড়া বাজারে আগুন, বিমানবাহিনীর সহায়তায় রক্ষা

কক্সবাজারের কুতুবদিয়াপাড়া বাজারে আগুন, বিমানবাহিনীর সহায়তায় রক্ষা

কক্সবাজার সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৬ | ৮:২৩ অপরাহ্ণ

কক্সবাজার শহরে ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়াস্থ কুতুবদিয়াপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোররাত আনুমানিক পৌনে ৪টার দিকে বাজারের একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ঘটনাটি কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটির সদস্যদের নজরে আসা মাত্রই ঘাঁটির একটি বিশেষ অগ্নিনির্বাপণকারী দল ‘ফায়ার ক্রাশ টেন্ডার’সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাজারের ঘিঞ্জি পরিবেশের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও বিমানবাহিনীর ফায়ার ফ্লাইট এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সময়মতো উদ্ধারকারী দল না পৌঁছালে পুরো বাজার ভস্মীভূত হওয়ার শঙ্কা ছিল।

প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুনে পুড়ে বেশ কয়েকটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট