
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় এবং ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহেদুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
জানা গেছে, জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা, জুলাই গণহত্যা মামলা এবং ব্যাংক জালিয়াতিসহ নানা অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও খুলশী থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এবং রাজধানীর ধানমন্ডি থানায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের আদালতেও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন।
এছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক থাকাকালীন তিনি বোয়ালখালী শাখা ভবন ভাড়ার ক্ষেত্রে প্রকৃত খতিয়ান গোপন ও জাল জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে প্রমাণিত হয়েছে।
তার সৎভাই নেছারুল হকের দাবি অনুযায়ী, জাহেদুল তাদের বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসার ১৫ কোটি টাকা এবং বাড়ি ভাড়ার প্রায় ১৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি সৎভাইদের সম্পত্তি জোরপূর্বক দখল করেছেন বলেও অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত গত ৪ জুলাই চট্টগ্রাম ক্লাবে তার ছেলের বিয়ের অনুষ্ঠান চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তার গ্রেপ্তারের দাবিতে অবস্থান নিলে তিনি পুলিশের সহায়তায় পরিস্থিতি এড়িয়ে পরদিন বিদেশে পালিয়ে যান। সম্প্রতি তিনি দেশে ফেরার পর ডিবি পুলিশের জালে ধরা পড়েন।
পূর্বকোণ/সিজান/পারভেজ