
কক্সবাজারের টেকনাফে মাদক ব্যবসায়ী মো. রফিক ওরফে বার্মাইয়া রফিককে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। এসময় তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, মাদক পাচারের তথ্য পেয়ে আগে থেকে ওই এলাকায় অবস্থান নেয় নৌবাহিনীর একটি দল। এসময় মাদক ব্যবসায়ী রফিক ওরফে বার্মাইয়া রফিক সিএনজি অটোরিকশাযোগে ওই এলাকায় আসলে তাকে আটক করা হয়। পরে সিএনজিটি করে কোনো কিছু পাওয়া না গেলেও ডিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া যায়। তথ্যে জানা যায়, তার দুই সহযোগীর মাধ্যমে একটি মাদকের চালান চৌধুরীপাড়া ব্রিজের কাছে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। পরে সেখান থেকে মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ হতে ৫০ হাজার পিস ইয়াবা এবং ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্র ও মাদকসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ